লাৎসিওকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ইতালিয়ান সুপার কাপের ফাইনালে পৌঁছেছে ইন্টার মিলান। ফাইনালে নাপোলির মুখোমুখি হবে তারা।
শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে মাঠে নেমে লাৎসিও’র বিপক্ষে ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখায় সিরি আ’র শীর্ষ দল ইন্টার মিলান। ১৭ মিনিটে মার্কাস থুরামের গোলে লিড নেয় ইন্টার। দ্বিতীয়ার্ধের আগে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল।
তবে দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোল আসে। ৫০ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া সুযোগে হাকান চানালুলু ব্যবধান দ্বিগুন করেন ইন্টারের হয়ে। এরপর দাভিদে ফ্রাত্তেসি ইন্টারের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন। হামিদ মাখতেরিয়ানের অ্যাসিস্টে ৮৭ মিনিটে গোল করেন এই ইতালিয়ান মিডফিল্ডার।
/এমএইচ
Leave a reply