স্নাতকোত্তরের থিসিসে অন্য শিক্ষার্থীদের গবেষণাকর্ম থেকে চৌর্যবৃত্তির দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করেছেন নরওয়ের গবেষণা ও উচ্চশিক্ষামন্ত্রী স্যান্ড্রা বোর্চ। গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) চৌর্যবৃত্তির দায় স্বীকার করে মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি।
এদিন তড়িঘড়ি করে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ৩৫ বছর বয়সী স্যান্ড্রা বোর্চ। এতে বলেন, আমি একটি বড় ভুল করেছি। সূত্র উদ্ধৃত না করেই আমি অন্যদের গবেষণার লেখা ব্যবহার করেছি। আমি দুঃখিত।
চৌর্যবৃত্তির বিষয়টি প্রকাশ্যে আনা একজন শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, অন্য শিক্ষার্থীর নিবন্ধ থেকে শব্দের পর শব্দ হুবহু চুরি করেছেন স্যান্ড্রা। এমনকি সেই শিক্ষার্থীর নিবন্ধের ভুল বানানের শব্দও নিজের নিবন্ধে ভুল বানানেই লিখেছেন তিনি।
স্যান্ড্রা বোর্চ নরওয়ের সেন্টার পার্টির রাজনীতিবিদ। গত বছর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
/এটিএম/এমএন
Leave a reply