রাজশাহী ব্যুরো:
রাজশাহীর শাহমখদুম এলাকায় শরিফ মণ্ডল নামের এক ব্যক্তির ৫৫টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে নগরীর মেট্রোপলিটন কলেজের সামনে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী শরিফ মণ্ডলের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মতিউর রহমান ডালিম এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় শাহমখদুম থানায় তিনি লিখিত অভিযোগ করবেন।
তিনি আরও জানান, ঘটনাস্থলের জমিতে তিনি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। সেখানে বিভিন্ন জাতের শতাধিক আমগাছ ছিল।
কিন্তু কেন এ ঘটনা? এ বিষয়ে শরিফ মণ্ডল জানান, বিভিন্ন সময় নানাভাবে ওই জমি কেনার প্রস্তাব দিয়ে আসছিল ডালিম। জমি বিক্রি না করায় ভয়ভীতি দেখিয়ে দখল নেয়ার চেষ্টাও করেছে। গাছ কাটার পেছনেও সে জড়িত।
যদিও বিষয়টি অস্বীকার করেছেন মতিউর রহমান ডালিম। জানিয়েছেন, গাছ কাটার বিষয়ে তিনি কিছু জানেন না। ওই ব্যক্তির জমির পাশে তার জমি রয়েছে। তার কাছে কোনো জমি কেনার বিষয়ে কথা হয়নি। এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র।
এ বিষয়ে পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
/এনকে/এমএন
Leave a reply