ঘন কুয়াশায় ঢেকে গেছে পাকিস্তানের শহর করাচি। ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে যান চলাচল। রোববার (২২) এমনটা জানিয়েছে জিনহুয়া, এক্সপ্রেস ট্রিবিউন।
কুয়াশায় ঢাকা পড়েছে গোটা শহর। প্রচণ্ড কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। খুব কাছের কোনো জিনিসও দেখতে বেশ কষ্ট হচ্ছে বলে জানায় স্থানীয়রা। তাদের দাবি, কুয়াশায় আচ্ছন্ন এই বিপর্যস্ত অবস্থার মূল কারণ বায়ু দূষণ।
পাকিস্তানের গণমাধ্যম জানায়, ঘন কুয়াশার কারণে বিলম্বিত হয়েছে অভ্যন্তরীণ বেশ কয়েকটি ফ্লাইট। একইসঙ্গে চলাচলে ব্যাঘাত ঘটছে সব ধরনের যনবাহনের। এমন পরিস্থিতিতে শহরবাসীকে এবং যান চালনায় বিশেষ সতর্কতা বজায় রাখতে পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ।
/এএম
Leave a reply