কয়েক ঘণ্টার ব্যবধানে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠলো চীন

|

ভূমিকম্পের পর অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীরা। ছবি: সিনহুয়া নিউজ।

কয়েক ঘণ্টার ব্যবধানে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াং প্রদেশের আকসু অঞ্চল। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি)’র তথ্য অনুসারে স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ২টা ৯ মিনিটে, ৭ দশমিক ১ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এক প্রতিবেদনে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।

সিইএনসি’র বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠের ২২ কিলোমিটার গভীরে। যা ৪১ দশমিক ২৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৮ দশমিক ৬৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে পর্যবেক্ষণ করে।

এদিকে, রাত পেরিয়ে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯ টা ১৮ মিনিটে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প পুনরায় আঘাত হানে। ঠিক একই অঞ্চলে দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়।

সিইএনসি’র বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। যা ৪১ দশমিক ১৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৮ দশমিক ৮৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে পর্যবেক্ষণ করে।

এদিকে, ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি এবং হতাহতের পরিস্থিতি যাচাই করতে জিনজিয়াংয়ের বিভিন্ন স্থানে শুরু হয়েছে অভিযান। কর্তৃপক্ষ বলছে এখনও কোনো প্রাণহানির খবর মেলেনি।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply