গাজায় একদিনে ২৪ সেনার মৃত্যুতে আরও আগ্রাসী হয়েছে ইসরায়েল। উপত্যকার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিস ঘিরে চলছে ভয়াবহ হামলা। খবর আল জাজিরার।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতভর হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪০ জনের। মূল টার্গেট নাসের ও আল আমাল হাসপাতাল। অবিরাম বোমাবর্ষণে মৃত্যুঝুঁকিতে রোগী, স্বাস্থ্যকর্মী ও আশ্রিতরা।
ইসরায়েলের সামরিক বিভাগ আইডিএফের দাবি, শহরটির বিভিন্ন এলাকায় টানেলে জিম্মিদের লুকিয়ে রেখেছে হামাস। রেড ক্রিসেন্টের দফতর লক্ষ্য করেও গোলাবর্ষণ হয়েছে। আহতদের পরিবহনে যেতে পারছে না অ্যাম্বুলেন্স।
পশ্চিমাঞ্চলীয় বাসিন্দাদের রাফাহ সীমান্তে সরে যাওয়ার নির্দেশনা দিলেও বন্ধ রয়েছে সব রাস্তা। ইসরায়েলি বহরকে প্রতিরোধে তৎপর হামাস যোদ্ধারাও।
/এএম
Leave a reply