বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের মিল্কভিটার চলমান প্রকল্পের কাজগুলো পুনঃনিরীক্ষার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে মিল্কভিটার কেন্দ্রীয় কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিমিয়ে তিনি এই নির্দেশ দেন। এ সময় মিল্কভিটার বর্তমান পরিস্থিতি, এর উৎপাদন, বিপনন ও আয়ের বিষয় সম্পর্কে খোঁজ-খবর নেন তাজুল ইসলাম।
স্থানীয় সরকার মন্ত্রী জানান, ফরিদপুর ও সীতাকুণ্ডে দুগ্ধ উৎপাদন ও বিপননকেন্দ্র স্থাপনসহ বেশ কয়েকটি প্রকল্প কেন নেয়া হয়েছে, এর যথাযথতা সঠিকভাবে নিরূপন হয়েছে কিনা সে বিষয়গুলো আবারও পর্যালোচনা করা হবে। এরচেয়ে গুরুত্বপূর্ণ বা যথাযথ কোনো এলাকায় এসব প্রকল্প সরিয়ে নিতে হয় সেগুলোও আমরা বিবেচনা করবো। একইসাথে মিল্কভিটার আয় ক্রমে কমে যাওয়া ঠেকাতেও নানা পরামর্শ দেন তিনি।
/এমএন
Leave a reply