ঝিনাইদহে ৪ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের ৪টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হক।

এ সময় শহরের লাইফ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আলহেরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, হাবিবা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ ৪টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ র‍্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর নাঈম আহমেদ ও র‍্যাবের সদস্যরা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হক জানান, অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের সেবা ও লাইসেন্স নাবায়ন না করা এমন বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ায় ৪টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর মালিক পক্ষকে দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন ও স্বাস্থ্যসেবার মান বজায় রেখে হাসপাতাল ও ক্লিনিক পরিচালনার নিদের্শসহ সতর্ক করা হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply