কানাডার নির্বাচনে হস্তক্ষেপ ভারতের, তদন্ত শুরু

|

জাস্টিন ট্রুডো ও নরেন্দ্র মোদি। ছবি: ইন্ডিয়া টুডে।

২০১৯ ও ২০২১ সালে কানাডার নির্বাচনে হস্তক্ষেপ করেছে ভারত। সম্প্রতি এমন অভিযোগ করেছে কানাডা। এ খবর দিয়েছে ইন্ডিপেনডেন্ট। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের শেষ দিকে এসে দেশ দুটির মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, এই তদন্তকেও তারই অংশ। মূলত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার গত বছর এই তদন্ত কমিশন তৈরি করেন।

তবে এটি তৈরি করা হয়েছিল কানাডার নির্বাচনে চীন ও রাশিয়া হস্তক্ষেপের অভিযোগ প্রমাণ করতে। সেই সাথে প্রথমবারের মতো যোগ হলো ভারত। অভিযোগের তদন্ত করা হবে ভারতের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধেও। 

এই তদন্তের মধ্য দিয়ে ভারত এবং কানাডার মধ্যেকার উত্তেজনা নতুন মাত্রা পেলো। ইতোমধ্যে, প্রাথমিক কাজও শুরু করে দিয়েছে কমিশন। সেই সাথে সরকারের থেকে এই অভিযোগ সম্পর্কিত একাধিক নথি চেয়ে পাঠানো হয়েছে। অভিযোগ সম্পর্কিত সমস্ত নথি থেকে কোন প্রকার তথ্য-প্রমাণ মেলে কিনা সেটাই খতিয়ে দেখেছেন কমিশনের কর্মকর্তারা।  দুই নির্বাচনের প্রচার থেকে ফলাফল পর্যন্ত সবকিছু পরীক্ষা করে দেখা হচ্ছে।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply