লা লিগায় আট গোলের থ্রিলার ম্যাচে স্টপেজ টাইমে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে বার্সেলোনাকে হারিয়েছে ভিয়ারিয়াল। রোববার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ভিয়ারিয়ালের সাথে হারের পর রিয়াল মাদ্রিদের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বার্সেলোনা। নাটকীয় এই ম্যাচে শুরু থেকেই খুব একটা ভালো খেলছিলো না বার্সা। ফলে সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৪১ মিনিটে জেরার্ড মরেনোর গোলে এগিয়ে যাওয়ার পর ৫৪ মিনিটে ব্যবধান ২-০ করেন লিয়াস আখোমাচ।
এরপর নড়েচড়ে ওঠে কাতালানরা। ম্যাচের ৬০ ও ৬৮ মিনিটে গোলা করে সমতায় আসে বার্সা। এরপর এরিক বায়ি’র ভুলে ৩-২ ব্যবধানে লিড নেয় বার্সেলোনা। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারলো না কাতালানরা। দুর্বল ডিফেন্সের কারণে আবারও গোল খেয়ে বসে ক্লাবটি। ম্যাচের ৮৪ মিনিটে ভিয়ারিয়ালের হয়ে গোল করেন গুয়েদেস।
তারপর ম্যাচ গড়ায় স্টপেজ টাইম। নবম মিনিটে আলেকজান্ডার সোরলথ বার্সার দর্শকদের সামনে গোল করে বসেন। এরপর কাতালান সমর্থকদের কাটা ঘায়ে নুনের ছিটা দেন জোসে লুইস মোরালেস। ম্যাচের ১০২ মিনিটে গোল করে উল্লাসে মেতে ওঠে ভিয়ারিয়ালের খেলোয়াড়রা।
প্রসঙ্গত, এই হারের পর বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ হঠাৎ করে ঘোষণা দেন ক্লাব ছাড়ার। আগামী ৩০ জুন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন এই কোচ।
\এআই/
Leave a reply