যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার পর জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউএনআরডাব্লিউএ-তে অনুদান বন্ধের ঘোষণা দিলো আরও কয়েকটি দেশ। ইসরায়েলে হামাসের অভিযানে সংস্থাটির কয়েকজন সদস্যের সম্পৃক্ততার অভিযোগের জেরে আসে এমন সিদ্ধান্ত। রোববার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, এই তালিকায় আছে যুক্তরাজ্য কানাডা, ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ড। এমন পদক্ষেপ নিয়ে চলছে তীব্র সমালোচনা। ২০ লাখ গাজাবাসীর মৌলিক চাহিদার ওপর আঘাত বলে আখ্যা দিয়েছেন ইউএনআরডাব্লিউএ প্রধান ফিলিপ লাজ্জারিনি। এ ধরণের সিদ্ধান্ত পুনর্বিবেচনারও আহ্বান জানান তিনি।
গাজার ২৩ লাখ বাসিন্দার দুই তৃতীয়াংশ সরাসরি জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা সংস্থা ইউএনআরডাব্লিউএ’র সহায়তার ওপর নির্ভরশীল।
সম্প্রতি ইসরায়েল অভিযোগ তোলে, হামাসের ৭ অক্টোবরের অভিযানে জড়িত ছিল সংস্থাটির ১২ সদস্য। অভিযুক্ত কর্মীদের বরখাস্ত ও তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সংস্থাটি।
\এআই/
Leave a reply