রাজশাহী ব্যুরো:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি খামারবাড়ির বালির স্তূপ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা।
রোববার (২৮ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলার পুলিশ সুপার সাইফুর রহমান। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ সুপার সাইফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা গ্রামের ফরিদুল ইসলামের খামারবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভেতরে রাখা বালির স্তূপে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ব্যাগের ভিতরে বিশেষভাবে রক্ষিত অবস্থায় হেরোইনগুলো জব্দ করা হয়।
পুলিশ সুপার আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে খামারবাড়ির মালিক ফরিদুল ইসলাম ও কেয়ারটেকার সোহেল রানাসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা দেয়াল টপকে পালিয়ে যায়। তারা ভারত সীমান্ত থেকে হেরোইনগুলো সংগ্রহ করে খামার বাড়িতে রেখেছিলেন। পরে সুবিধামতো সময়ে দেশের বিভিন্নস্থানে সেগুলো বিক্রি করত। এ সময় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
/আরএইচ
Leave a reply