শীত কবে থেকে কমবে জানালো আবহাওয়া অফিস

|

দেশের মধ্য থেকে উত্তর-উত্তর পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। এক অঙ্কের ঘরেই ওঠানামা করছে তাপমাত্রার পারদ। গেলো দু’দিন সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড হয়েছে সর্বনিম্ন তারপমাত্রা।

দিনের বাকি সময় ছিল রোদ ঝলমলে। তবে সন্ধ্যা নামতেই তাপমাত্রার পারদও হয় নিম্নমুখী। জাতীয় আবহাওয়া অধিদফতরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার থেকে কমতে পারে শীতের দাপট। তবে জানুয়ারির শেষদিন কোনো কোনো জায়গায় হতে পারে বৃষ্টি। তীব্র শীতে সবচেয়ে ভোগান্তিতে ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষ। নেই শীতবস্ত্রের যোগান। পেটের তাগিদে বের হচ্ছেন দিনমজুররা। অবশ্য বৈরি আবহাওয়ার কারণে মিলছে না কাজের সন্ধান।

অন্যদিকে, ঠান্ডার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগবালাই।আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। গতকাল গেলো ৫ বছরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়; ৫ ডিগ্রি সেলসিয়াস।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply