তুরস্কে গীর্জায় প্রার্থনা চলাকালে বন্দুকধারীর হামলা, প্রাণহানি ১

|

তুরস্কের ইস্তাম্বুলে একটি গীর্জায় হামলার ঘটনা হয়েছে। বন্দুকধারীর গুলিতে প্রাণ গেছে এক জনের।

সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হামলার মুহূর্ত। ক্যাথলিক গীর্জাটিতে রোববার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে এগারটার দিকে প্রার্থনা চলাকালে হয় এ ঘটনা। এক ব্যক্তিকে লক্ষ্য করেই গুলি ছোড়া হয়েছে বলে জানান ইস্তাম্বুলের গভর্নর। নিহতের বয়স ৫২ বছর।

আটক করা হয়েছে সন্দেহভাজনদের। আশপাশের রাস্তা বন্ধ করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস। হামলার কারণ বা একজনকেই কেন টার্গেট করা হলো সে সম্পর্কে জানা যায়নি। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলেও জানায় পরিবার। গীর্জায় হামলায় নিহতের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply