দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে দলীয় সদস্যপদ থেকে অব্যাহতি দিয়েছে দেশটির ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। সোমবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, এএনসির পক্ষ থেকে দেওয়া হয় এই ঘোষণা। জুমা দলটির আজীবন সদস্য ছিলেন। দক্ষিণ আফ্রিকার সাবেক এই প্রেসিডেন্ট চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনে লড়ার ঘোষনা দিয়েছেন। এরইমধ্যে নতুন একটি দলও গঠন করেছেন। তারই প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেয় এএনসি।
জ্যাকব জুমা এএনসির হয়ে ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। দুর্নীতির অভিযোগ ও অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে তাকে পদ থেকে সরে যেতে হয়।
\এআই/
Leave a reply