প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে উত্তাল সেনেগাল

|

পুলিশের হামলা থেকে বাঁচতে পালাচ্ছেন কয়েকজন সেনেগালিজ। ছবি: ডয়চে ভেলে।

প্রেসিডেন্ট নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে। সোমবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সাল বলেছেন, আগামী ২৫ ফেব্রুয়ারি দেশটির সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, প্রার্থীদের তালিকায় ব্যাঘাত ঘটায় নির্বাচন অনিদ্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তাতেই, ক্ষেপে ওঠেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য প্রশাসনিক অভ্যুত্থানের চেষ্টা করছে সরকার।

এমন অনাকাঙ্ক্ষিত ঘোষণার প্রতিবাদে দেশটির রাজধানী দাকারে নামেন প্রায় ২শ’ সেনেগালিজ। এ সময় তারা ব্যারিকেড দিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটায় ও টায়ারে আগুন ধরিয়ে দেয়।

বিক্ষোভকারীদের থামাতে হঠাৎ করে হামলা চালায় পুলিশ। এ সময়, সেনেগালিজদের ওপর টিয়ার গ্যাস ছুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ।

উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল গণতান্ত্রিক এই দেশটির এমন সিদ্ধান্ত জনগণকে আরো উত্তাল করে তুলবে বলে ধারণা আন্তর্জাতিক বিশ্লেষকদের।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply