চিকিৎসকের ওপর হামলা: অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন

|

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. নুসরাত তারিন তন্বী ও তার পরিবারের ওপর হামলাকারীদের সর্বোচ্চ বিচার দাবি করেছেন এলাকাবাসী। এ দাবিতে শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শিধলকুড়া বাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগীর স্বজনরাও। এ সময় তারা হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি রাতে ডামুড্যা বাজারে নুসরাত তারিন তন্বী, তার স্বামী ও মাকে মারধরের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন মামলা দায়ের হলে স্থানীয় আওয়ামী লীগ নেতা জুলহাস মাদবর ও শহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। জুলহাস মাদবর বর্তমানে জামিনে রয়েছেন। তবে এই মামলায় এখনও পলাতক রয়েছেন তার ছেলে তামজিদ মাহমুদ লিখন।

/এমএইচআর/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply