বৈশ্বিক অভিবাসন মানদণ্ড অনুসরণে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

|

বৈশ্বিক অভিবাসন মানদণ্ড অনুসরণে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতে সপ্তম আবুধাবি সংলাপের প্লেনারি সেশনে এ মন্তব্য করেন তিনি।

দেশের ১১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিষয়েও এ সময় কথা বলেন শফিকুর রহমান চৌধুরী। একইসঙ্গে যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সভায় গৃহীত বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন।

এতে বক্তারা বৈশ্বিক শ্রমবাজার নিয়ন্ত্রণ ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন। সংলাপে সদস্যভুক্ত ১৬ দেশের প্রতিনিধি অংশ নেন। তাতে অভিবাসী শ্রমিক পাঠানো ও গ্রহণকারী দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানান প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী।

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পাঁচ দিনের সফরে গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে যান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। এই সফরে রোববার সকালে সৌদি আরবের মানবসম্পদমন্ত্রী আহমাদ বিন সুলাইমান আল রাজি এবং বিকেলে সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদমন্ত্রী ড. আব্দুর রহমান আল আওয়ারের সঙ্গে বৈঠক করেন শফিকুর রহমান। দেশটিতে চলমান ওয়ার্ল্ড গভর্নমেন্টস সম্মেলনেও অংশ নেয়ার কথা রয়েছে তার।

এদিকে, দেশটিতে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা জানিয়েছেন, আরব আমিরাত সরকারের কাছে দক্ষ শ্রমিক চেয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply