নিউইয়র্কে দুটি কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ, নিহত ১

|

নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের মাউন্ট ইডেন এভিনিউ স্টেশনে ঘটনার পরের একটি মুহূর্ত। ছবি: টাইম ম্যাগাজিন।

নিউইয়র্কের একটি মেট্রো স্টেশনে গোলাগুলিতে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার বিকেল ৪ টা ৩০ মিনিটে এ ঘটনা হয়। ব্রোনক্সের মাউন্ট এডেন অ্যাভিনিউ মেট্রোস্টেশনে এই বন্দুক হামলা হয়। আহতদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। যাদের বয়স ১৪ থেকে ৭১ বছর। তাদের সবাইকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

পুলিশ জানায়, দুটি কিশোর গ্যাং এর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুইপক্ষে গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় ৩৪ বছর বয়সী এক ব্যক্তির।

ঘটনার পরপরই বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। তল্লাশী অভিযান শুরু করে পুলিশ। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply