রাফায় ‘দুর্বল’ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে: বাইডেন

|

পুরোনো ছবি: রয়টার্স

চরম ঝুঁকিতে রাফায় অবস্থানকারী ফিলিস্তিনিরা। অবশ্যই তাদের জীবনের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসির।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। জানান, গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, গাজা উপত্যকার রাফায় যেসব ‘দুর্বল’ বেসামরিক রয়েছে, তাদের জীবনের অবশ্যই সুরক্ষা নিশ্চিত করতে হবে। নিহত ২৭ হাজারের বেশি ফিলিস্তিনির বেশিরভাগ বেসামরিক। যাদের মধ্যে হাজার হাজার শিশু রয়েছে।

বাইডেন আরও বলেন, আমরা ইসরায়েল ও ফিলিস্তিন উভয় পক্ষের জনগণের নিরাপত্তার জন্য কাজ করছি। বাদশাহর সাথে আলোচনায় বলেছি, আমরা ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে কাজ করছি। যাতে পরবর্তী দীর্ঘমেয়াদী শান্তিচুক্তির বিষয়ে আলোচনার সময় পাওয়া যায়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply