পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন নওয়াজ শরিফের কন্যা?

|

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে মরিয়ম নওয়াজকে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জ্যেষ্ঠ কন্যা তিনি। জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এনের প্রেসিডেন্ট শাহবাজ শরিফ।

পিএমএল-এনের একটি সূত্র জানিয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে মরিয়ম নওয়াজকেই দলীয় মনোনয়ন দেয়া হবে, এমনটাই জানিয়েছে তার দল। এখন দলটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন নওয়াজ শরিফের কন্যা।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় পরিষদের নির্বাচন হওয়ার পাশাপাশি দেশটির ৪টি প্রাদেশিক পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে ১৩৭টি আসন পেয়ে দল হিসেবে একক সংখ্যাগরিষ্ঠতা পায় পিএমএল-এন। অপরদিকে, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সেখানে পায় ১০টি আসন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার আগে মরিয়মের বাবা নওয়াজ শরিফ ও চাচা শাহবাজ শরিফও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। একই পদে স্বল্প সময়ের জন্য দেখা গেছে তার চাচাতো ভাই হামজা শাহবাজকেও।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply