সোলার প্যানেলের দাম কমানোর পরামর্শ সিপিডির

|

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আগামীতে কী হবে তা নিয়ে একেক সংস্থা একেক রকম লক্ষ্য ঠিক করেছে। এখানে সমন্বয় আনা এখন সময়ের দাবি। পাশাপাশি এর ব্যবহার বাড়াতে সোলার প্যানেলের দাম কমাতে হবে। বেরিয়ে আসতে হবে জীবাশ্ম জ্বালানি থেকে— এসব পর্যবেক্ষণ জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীতে আয়োজিত সেমিনারে এসব পর্যবেক্ষণ তুলে ধরে সিপিডি। নিজস্ব গ্যাস উত্তোলনে গুরুত্ব না দিয়ে এলএনজি আমদানিতে অর্থ ব্যয় করা হচ্ছে বলেও জানানো হয়।

সংস্থাটির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম এতে মূল প্রবন্ধ তুলে ধরেন। বলেছেন, পুরো পৃথিবী যখন জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে বেরিয়ে আসছে, তখন আমদানি করে সেই ব্যবহার ধরে রাখতে চাইছে বাংলাদেশ। এখনকার বাস্তবতায় সেসব আমদানিতে খরচও বাড়ছে। অথচ বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে এখনই কার্যক্রম পুরোদমে শুরু করা দরকার। আগামী বাজেটে সেই ধরনের ঘোষণা থাকা উচিত।

বিদ্যুৎ ও জ্বালানির সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সুশাসন জরুরি বলেও মত দেয় সিপিডি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply