ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বড় হামেরদী গ্রামে চা খাওয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে হামেরদী বাজারে চা খাওয়া নিয়ে হাবি শিকদারের গ্রুপের রিজু শিকদারের সাথে কাইয়ুম তালুকদারের গ্রুপের ইদ্রিস তালুকদারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের তিন জন আহত হয়।
পরে শনিবার ভোরে কাইয়ুম তালুকদারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হাবি শিকদারের দলের লোকজনের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে। পরবর্তীতে হাবি শিকদারের লোকজন জড়ো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাঙ্গা থানার ওসি মামুনুর রশীদ জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংঘর্ষে বেশকিছু বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। তবে, এখনও কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
/আরএইচ
Leave a reply