মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে নিখোঁজ জেলের ১৮ দিন পর মরদেহ উদ্ধার

|

ফাইল ছবি

কক্সবাজার করেসপনডেন্ট:

বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নাফ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের ১৮ দিন পর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে উখিয়ার পালংখালীর রহমতের বিল সীমান্তবর্তী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই জেলের নাম মোস্তাফিজুর রহমান। তিনি স্থানীয় আনজুমান পাড়ার বাসিন্দা ছিলেন। 

স্থানীয় বাসিন্দা আবদুর রহিম জানান, গত ১ ফেব্রুয়ারি নাফ নদীতে মাছ ধরতে যান মোস্তাফিজুর। এ সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর লোকজন তাকে নিয়ে যায়। পরে তার অপেক্ষার প্রহর গুনতে থাকে পরিবারের লোকজন। অনেক খোঁজাখুজি করেও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার রাতে খবর আসে মোস্তফিজের মরদেহ বাংলাদেশের সীমান্তে পাঠিয়ে দিয়েছে বিদ্রোহীরা। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি।

উখিয়া থানার ওসি শামীম হোসেন জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে স্থানীয়রা বাড়িতে নিয়ে এসেছেন। তার নিখোঁজের ব্যাপারে পরিবার কোনো ধরনের জিডি করেনি। তারপরও বিষয়টি আমাদের নজরে ছিল। মরদেহ থানায় নিয়ে আসার পর ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

/এনকে 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply