রনির ফাইফারে ১৫১ রানে থামলো বরিশাল

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) দিনের দ্বিতীয় ম্যাচে টেবিল টপার রংপুর রাইডার্সের বিপক্ষে ভালো সূচনার পরেও আবু হায়দার রনির বোলিং তোপে বেশি রান তুলতে পারেনি ফরচুন বরিশাল। আগে ব্যাট করতে নেমে কাইল মায়ার্সের ঝড়ো ৪৬ রানের সাথে তামিম ইকবালের ৩৩ রানের ইনিংসের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানের পুঁজি পেয়েছে বরিশাল। রংপুরের হয়ে ১২ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন রনি। যেটি এখনও পর্যন্ত চলতি বিপিএলের সেরা বোলিং ফিগার।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পায় বরিশাল। তামিম ২০ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৩ রান করে আউট হলে ভাঙে ৩৮ রানের জুটি। আরেক ওপেনার টম ব্যান্টন পারেননি তেমন কিছুই করতে। রংপুরের বোলারদের সামনে বেশ ভুগেছেন তিনি।

তবে তিনে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন কাইল মেয়ার্স। গত ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন তিনি। এদিন রংপুরের বোলারদের উপর শুরু থেকেই চড়াও হয়ে খেলেছেন মেয়ার্স। তবে এদিনও ভাগ্য সহায় হয়নি তার। ২৭ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৪৬ রান।

বরিশালের উপর দিয়ে বোলিং তান্ডবটা চালিয়েছেন মূলত রনি। বাঁহাতি এ পেসারের সামনে দাঁড়াতেই পারেননি মুশফিকুর রহিম, সৌম্য সরকার, কাইল মেয়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ।

৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন রনি। হাসান মাহমুদ ২ উইকেট নিতে খরচ করেছেন ৩১ রান।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply