সীমান্তে আবারও আতঙ্ক, গুলি ও বিস্ফোরণে কেঁপে উঠছে শাহপরীর দ্বীপ

|

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত। প্রতীকী ছবি।

মিয়ানমারের চলমান সশস্ত্র সংঘর্ষে বাংলাদেশ সীমান্তে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতভর গুলি ও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের শাহপরীর দ্বীপ। এতে দ্বীপটির বাসিন্দারা আতঙ্ক দিন কাটাচ্ছেন।

গেল কয়েকদিন সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে আবারও গোলাগুলির ও মর্টারশেলের শব্দ শোনা যায়। এই পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল।

এদিকে, সীমান্তবর্তী নাফ নদী থেকে নিখোঁজের ১৮ দিন পর সোমবার এক জেলের মরদেহ উদ্ধারের পর আতঙ্ক বেড়েছে আরও। মিয়ানমারে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠির হাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয়দের। মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply