হাইতির প্রেসিডেন্টকে হত্যা করা হয় স্ত্রীর ষড়যন্ত্রে?  

|

হাইতির পার্লামেন্টে শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট জোভেনেল মোইসের সঙ্গে তার স্ত্রী মার্টিন। ২০১৭ সালের ছবি।

স্ত্রীর ষড়যন্ত্রে হত্যা করা হয় হাইতির প্রেসিডেন্টককে, এমন অভিযোগ উঠেছে দেশটির সর্বশেষ প্রেসিডেন্ট জোভেনেল মোইসের হত্যাকাণ্ডের ঘটনায়। সোমবার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় নিউইয়র্ক টাইমস।

২০২১ সালে পোর্ট অব প্রিন্সে নিজ বাড়িতে আততায়ীর গুলিতে মৃত্যু হয় মাত্র ৫৬ বছর বয়সী প্রেসিডেন্ট জোভেনেল মোইসের। হামলার শিকার স্ত্রী মার্টিন মোইস গুরুতরভাবে আহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় কমপক্ষে ৫০ জনকে অভিযুক্ত করেছে মামলার বিচারক।

অভিযুক্তদের মধ্যে ছিলেন মোইসের স্ত্রী মার্টিন মোইস। স্থানীয় গণমাধ্যমে ১২২ পৃষ্ঠার একটি নথিপত্র ফাঁস হওয়ার পর অভিযুক্তদের নামের তালিকা প্রকাশ করে বিচারকগণ।

বলা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রীর সাথে ষড়যন্ত্র করে মারা হয়েছে মোইসকে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে মামলার কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন আদালত।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply