সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনের প্রভাব পড়েছে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে। গত জানুয়ারি পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ১৪ বছরের একই সময়ের মধ্যে সবচেয়ে কম। অর্থ সঙ্কট ছিল না, এমন প্রকল্পের অগ্রগতিও আশানুরূপ নয়।
অগ্রাধিকার পাওয়া মেগা প্রকল্পগুলোর কাজও চলছে ঢিমেতালে। বাস্তবায়ন কম হওয়ায় উন্নয়ন সহযোগীদের অর্থছাড়ও কম। এ পরিস্থিতিতে ফাস্টট্র্যাকভুক্তসহ ১০ বড় প্রকল্পের বরাদ্দে বড় ধরনের কাটছাঁট হচ্ছে। সংশোধিত এডিপিতে ফাস্টট্র্যাকসহ ১০ বড় প্রকল্পের বরাদ্দ কমছে ৫ হাজার কোটি টাকার বেশি।
চলতি ২০২৩-২৪ অর্থবছরের মূল এডিপিতে প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ২৭ হাজার ৭৯৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে। সংশোধিত এডিপিতে প্রকল্পগুলোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ বরাদ্দ চেয়েছে ২২ হাজার ৭৯৫ কোটি টাকার মতো। প্রকল্পগুলো হচ্ছে এমআরটি- ১, ৫ ও ৬, কর্ণফুলী টানেল, পদ্মা রেলওয়ে সংযোগ, ঢাকা বিমানবন্দর তৃতীয় টার্মিনাল, বঙ্গবন্ধু রেল সেতু, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মাতারবাড়ী বন্দর উন্নয়ন ও দোহাজারী-কক্সবাজারের রেল সংযোগ প্রকল্প।
/এমএন
Leave a reply