চার মুসলিমকে হত্যার দায়ে কানাডায় একজনের যাবজ্জীবন সাজা

|

বাম থেকে ডানে: ইউমনা আফজাল, মাদিহা সালমান, সালমানের মা তালাত আফজাল এবং সালমান আফজাল। ছবি: বিবিসি।

কানাডায় মুসলিম পরিবারের ৪ সদস্যকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার, এই রায় দেন দেশটির একটি আদালত। এমনকি ২৫ বছরের মধ্যে প্যারোলে মুক্তির কোনো সুযোগ পাবেন না তিনি। এর আগে, ২০২১ সালে অন্টারিও প্রদেশের লন্ডন শহরে, ট্রাক চাপায় একই পরিবারের চার সদস্যকে হত্যার অভিযোগ ওঠে ২৩ বছর বয়সী নাথানিয়েল ভেল্টম্যানের বিরুদ্ধে।

পরে, নিজের দোষ স্বীকার করে নেন তিনি। রায়ের সময়, তার অপরাধকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তুলনা করেন আদালত। দেশটিতে এই প্রথমবার রায়ের ক্ষেত্রে ‘শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ থেকে সহিংসতা’ এই কথাটি উল্লেখ করা হলো।

এর আগে, ২০১৭ সালে, কানাডায় একটি মসজিদে ঢুকে ছয় মুসলিম নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছিলো।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply