বইমেলার সময় বাড়লো

|

ফাইল ছবি।

অমর একুশে বইমেলার সময় ২ দিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। তাতে আগামী শনিবার (২ মার্চ) পর্যন্ত বইমেলা চলবে।

এর আগে সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে মেলা কমিটিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। তাদের আবেদনের প্রেক্ষিতেই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

চব্বিশের বইয়ের এ উৎসবে প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট আয়তনের মাঠে ৬৩৫ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠান ১৭৩ ইউনিট এবং সোহরওয়ার্দী উদ্যান অংশে ৫১৫টি প্রতিষ্ঠান ৭৬৪ ইউনিট বরাদ্দ পেয়েছেন। বাংলা একাডেমি প্রাঙ্গণে ১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি প্যাভিলিয়ন রয়েছে।

উল্লেখ্য, গত পহেলা ফেব্রুয়ারি শুরু হয় অমর একুশে বইমেলা ২০২৪। ওই দিন বিকেল ৩টায় মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/আরএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply