বিপিএলের প্রাইজমানি বাড়েনি

|

দেখতে দেখতে শেষ হয়ে এলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসর। কাল শুক্রবার (১ মার্চ) পর্দা নামছে দেশের এ ফ্র্যাঞ্চাইজি লিগের। মহারণে মুখোমুখি হচ্ছে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। এরমধ্যে কুমিল্লা বর্তমান চ্যাম্পিয়ন।

ফাইনালের আগের দিনই বিপিএলের প্রাইজমানি ঘোষণা করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, গত আসরের মতো এবারও চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। অপরদিকে রানার্সআপ দল পাবে ১ কোটি টাকা।

ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়া ক্রিকেটার পাচ্ছেন ১০ লাখ টাকা। অপরদিকে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি প্রত্যেকে ৫ লাখ টাকা করে পাবেন। টুর্নামেন্টের সেরা ফিল্ডারের জন্যও রয়েছে ৩ লাখ টাকার পুরস্কার। আর ফাইনালের ম্যাচসেরা খেলোয়াড় পাবেন ৫ লাখ টাকার প্রাইজমানি।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসবে এবারের বিপিএলের ফাইনাল মহাযজ্ঞ।

/এমএইচআর/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply