কুমিল্লা ও ময়মনসিংহ সিটিতে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রচারণা ততই বাড়ছে। সকাল-সন্ধ্যা পর্যন্ত বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দুই সিটি যেন, নির্বাচনী উৎসব শুরু হয়েছে।
ময়মনসিংহ সিটিতে সোমবার (৪ মার্চ) সকালে টেবিল ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু নগরীর ফকিরাকান্দা, মাসকান্দা, রেলওয়ে স্টেশন এলাকায় গণসংযোগ করেন। হাতি প্রতীকের প্রার্থী সাদেকুল হক খান মিল্কী টজু বলাশপুর, ভাটিকাশর, কালিবাড়ি ও পাট গুদাম এলাকায় প্রচারণা চালান। এছাড়া জাতীয় পার্টির দলীয় প্রার্থী শহিদুল ইসলাম স্বপন মণ্ডল নগরীর বটতলা, কেওয়াটখালী বাজার এলাকায় ভোটের প্রচারণা চালান।
কুমিল্লার মেয়র প্রার্থীরাও চালাচ্ছেন বিরামহীন প্রচারণা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। সকালে নগরীর ১১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শুরু করেন টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু। নগরীর ৭ নম্বর ওয়ার্ডের কান্দিরপাড় থেকে প্রচারণা শুরু করেন হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম। ১৪ নম্বর ওয়ার্ডের থিরাপুকুর এলাকা থেকে ভোট চাওয়া শুরু করেন ডা. তাহসিন সূচনা। ১৯ নম্বর ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু করেন ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার।
/এনকে
Leave a reply