মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে দেশের সব বিভাগে আবহাওয়া সকাল থেকে মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে।
খুলনা, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সকালেও মাঝারি বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়। এতে বিপাকে পড়ে অফিস ও স্কুলগামীরা।
আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রায় ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তারতম্য দেখা যাবে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলাসহ প্রধানত শুস্ক থাকবে।
এটিএম/
Leave a reply