ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদল

|

ছবি: সংগৃহীত

মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন লিভারপুল কোচ ইয়্যুর্গেন ক্লপ। তাইতো আগামী মৌসুমের জন্য কোচ খুঁজতে ব্যস্ত এখন অলরেড শিবির। তারই ধারাবাহিকতায় এবার শর্ট লিস্ট পর্তুগিজ কোচ রুবেন আমোরিমকে যুক্ত করেছে ইংলিশ জায়ান্টরা। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের এই কোচ সমন্ধে আরও স্পষ্ট ধারণা পেতে বৃহস্পতিবার বেনফিকার বিপক্ষে তাদের ম্যাচ দেখতে গিয়েছিলো লিভারপুলের প্রতিনিধিরা।

আগামী মৌসুমে দল সমৃদ্ধ করতে নাপোলির লেফট উইঙ্গার খভিচা কভারাতসখেলিয়াকে দলে নিতে চায় চেলসি। কিন্তু ব্লুদের সেই পরিকল্পনা ভেস্তে যাবার সম্ভাবনা খুব বেশি। কারণ জর্জিয়ান এই তারকার বাবার দাবি আগামী মৌসুমে তার ছেলের নাপোলিতে থাকার সম্ভাবনা খুব বেশি।

এদিকে ব্রেনফোর্ডের ইংলিশ স্ট্রাইকার ইভান টোনিকে দলে পেতে আগ্রহী দুই জায়ান্ট আর্সেনাল ও চেলসি। এই দুই ক্লাবের সেই ইচ্ছে সফল হতে পারে। কারণ ইতোমধ্যেই বিকল্প ফরোয়ার্ড খুজতে শুরু করেছে ব্রেনফোর্ড।

গত মৌসুশ শেষে ইংলিশ লিগে চেড়ে টার্কিশ জায়ান্ট গালাতাসারায়তে যোগ দিয়েছেন ফরোয়ার্ড উইলফ্রাইড জাহা।। কিন্ত ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসের সাবেক এই ফুটবলার এক মৌসুম পরই ফিরতে পারেন ইপিএলে। কারণ চারটি ইংলিশ ক্লাব জাহার সার্ভিস পেতে চায়।

স্প্যানিশ লিগে এবার বিপ্লব ঘটিয়ে শিরোপা রেসে আছে জিরোনা। স্বভাবতই দারুণ পারফর্ম করা তাদের লেফট ব্যাক মিগুয়েল গুতিয়েরেজকে নিজেদের ডেরায় ভেড়াতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে রিয়াল মাদ্রিদ একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলারের স্বত্ত্ব অংশ লস ব্লাঙ্কোসদের হাতে থাকায় মাত্র ৮ মিলিয়নে গুতিয়েরেজকে নিতে পারে পেরেজের দলও।

এদিকে ক্লাব পরবর্তি সময়ের জন্য দল গোছাতে ব্যস্ত লিভারপুল। কিন্তু গুরুর বিদায়ে ক্লাব ছাড়তে পারে মোহাম্মদ সালাহ। ইতোমধ্যেই এই ইজিপশিয়ান তারকার জন্য বিশাল অঙ্কের প্রস্তাব নিয়ে প্রস্তুত সৌদি লিগের ক্লাবগুলো। রোনালদোকে টপকে চাইলে সালাহকে করা হতে পারে সবচেয়ে বেশি বেতন ভুক্ত ফুটবলারও।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply