বিশ্ববাজারে বৃদ্ধির পর দেশেও স্বর্ণের দামে রেকর্ড

|

অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম উঠেছে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা। যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য। এই ধাতুর মূল্যে এবার রেকর্ড গড়তে এক লাফে ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ২১৭ টাকা।

বুধবার (৬ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যা কাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

দর বৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় উঠে স্বর্ণের দাম। এদিন স্বর্ণের স্পটমূল্য শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ২ হাজার ১৪১ ডলারে উঠে যায়। তবে এরপর তা আবার ২ হাজার ১৩০ ডলারে নেমে আসে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে ১ লাখ ৭ হাজার ৭৭৬ টাকায় দাঁড়িয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ৯২ হাজার ৩৭৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ কিনতে গুণতে হবে ৭৬ হাজার ৯৮৩ টাকা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply