বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতা সূচকে এক ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১০৩-এ। ব্যবসার গতিশীলতা এবং পণ্য বাজারের উৎকর্ষতা- এই দু’টি সূচকে বেশ দুর্বল অবস্থানে দেশ। সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদনটি প্রকাশ করেছে গবেষণা সংস্থা সিপিডি। ।
প্রতিবেদন বলছে, সামষ্টিক স্থিতিশীলতায় উন্নয়ন হয়েছে। তবে শ্রমবাজারের দক্ষতা, আর্থিক সক্ষমতা, দুর্নীতি এখনও বড় সমস্যা। অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়লেও কাঙ্খিত সুফল মিলছেনা। আর স্থানীয়ভাবে ব্যবসা-বাণিজ্যের খরচ বেড়েছে।
প্রতিবেদন পর্যোলোচনা করে সিপিডি বলছে, বৈশ্বিক পরিবর্তনে বড় ভূমিকা রাখছে প্রযুক্তি। এই ক্ষেত্রে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যবসায়ীদের উদ্বৃতি টেনে জরিপে উল্লেখ করা হয়, গণমাধ্যমের স্বাধীনতা কমেছে।
মোট ১২টি সূচক বিবেচনা করেছে, বৈশ্বিক এই ফোরাম। সূচকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে, জার্মানী ও সিঙ্গাপুর। তৃতীয় অবস্থানে সুইজারল্যান্ড।
Leave a reply