কমলো জ্বালানি তেলের দাম

|

আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। প্রতি লিটার পেট্রোলের দাম ৩ টাকা, অকটেনের দাম ৪ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা কমানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে তা জানানো হয়। তাতে ভোক্তারা প্রতি লিটার পেট্রোল ১২২ টাকা, অকটেন ১২৬ টাকা এবং ডিজেল ও কেরোসিন ১০৮ টাকা ২৫ পয়সায় কিনতে পারবেন। নতুন এই মূল্য আগামীকাল শুক্রবার (৮ মার্চ) থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, পূর্বে প্রতি লিটার পেট্রোল ১২৫ টাকা, অকটেন ১৩০ টাকা এবং ডিজেল ও কেরোসিন ১০৯ টাকায় কিনতে পারতো ভোক্তারা।

জ্বালানি বিভাগ গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করে। এ নির্দেশিকা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।

/আরএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply