খেজুরের দাম নির্ধারণ, কেজিপ্রতি ১৫০-১৭০

|

রমজানের ইফতারে খেজুরের ব্যাপক চাহিদা রয়েছে। আর রোজার আগে বাড়তে থাকে খেজুরের দাম। আর এই দাম নিয়ন্ত্রণে খেজুরের দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

নতুন দাম অনুযায়ী অতি সাধারণ বা নিম্নমানের খেজুরের দাম ধরা হয়েছে প্রতি কেজিতে ১৫০-১৬৫ টাকা। আর বহুল ব্যবহৃত ‘জাইদি’ খেজুরের দাম কেজিতে ১৭০-১৮০ টাকা ধরা হয়েছে।

সোমবার (১১ মার্চ) বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. ফুয়ারা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশে আমদানিকৃত বিভিন্ন মানের খেজুরের আমদানিমূল্য আরোপিত শুল্ক ও কারাদি এবং আমদানীকারকের অন্যান্য খরচ বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রতি কেজি খেজুরের মানভিত্তিক যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে এই মূল্যের আলোকে খুচরা মূল্য নির্ধারণের জন্য বিক্রেতাদের নির্দেশ দেয়া হয়েছে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply