মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে আবারও বাংলাদেশে ঢুকে পড়া দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৭৭ সদস্যকে আগের মতো আলোচনা করে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার হাজনা মো. হাসিম। এরপর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বিজিপি সদস্যদের পাশাপাশি কয়েকজন সাধারণ নাগরিকও বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিল, তাদের ফেরত পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গতকাল সোমবার নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে দুই দফায় প্রবেশ করে বিজিপির ১৭৭ সদস্য। এর আগে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া ৩৩০ বিজিপি সদস্যকে জাহাজে করে দুই দফায় নিজ দেশে ফেরত পাঠানো হয়েছিল।
ড. হাছান মাহমুদ বলেন, ব্যবসায়ীরা যেন ইচ্ছে মতো বাজার নিয়ন্ত্রণ করতে না পারে, এজন্য সরকার নতুন পরিকল্পনা করছে। সরকারের উদ্যোগের কারণে, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে।
/এমএন
Leave a reply