গাবতলীতে পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

|

পরিচ্ছন্নতাকর্মী নিহত হওয়ার পর ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে উত্তর সিটির প্রায় দেড় হাজার পরিচ্ছন্নতাকর্মী। ছবি: সংগৃহীত

রাজধানীর গাবতলী বাস টার্মিনালের কাছে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন নারী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর পৌনে ছয়টার দিকে গাবতলী-দ্বীপনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরিচ্ছন্নতাকর্মীর নাম আমেনা বেগম (৪৫)। তার বাড়ি রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকায়। কাজের সূত্রে সিটি করপোরেশন নতুন মহল্লার একটি বাসায় বসবাস করতেন তিনি।

দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন উত্তর সিটির প্রায় দেড় হাজার পরিচ্ছন্নতাকর্মী। ফলে রাস্তার দুপাশে সৃষ্ট হয় দীর্ঘ যানজটের। পরে সিটি করপোরেশন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সকাল পৌনে ১০টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা সড়ক ছাড়লে যান চলাচল শুরু হয়।

দারুস সালাম জোনের সহকারী কমিশনার মফিজুর রহমান আমেনা বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, ঘাতক পিকআপ জব্দ করে চালককে গ্রেফতার করা হয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply