ভারতের লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা দুপুরে

|

ভারতের লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজ। স্থানীয় সময় দুপুর ৩টায় ভোটের তারিখ ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, একই সাথে ঘোষণা করা হবে অন্ধ্রপ্রদেশ, ওড়িষা, অরুনাচল ও সিকিম-এই চার রাজ্যের বিধানসভা নির্বাচনের তারিখ। ধারণা করা হচ্ছে, আগামী এপ্রিলের তৃতীয় সপ্তাহে হতে পারে ভারতের জাতীয় নির্বাচন। ৬ অথবা ৭টি ধাপে হতে পারে ভোটাভুটি। সময় লাগতে পারে এক মাসের বেশি।

ভারতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ১২ লাখের বেশি কেন্দ্রে হবে ভোট। প্রায় ৯৭ কোটি নিবন্ধিত ভোটার জানাবেন তাদের রায়। মে মাসের শেষ নাগাদ জানা যেতে পারে ফলাফল। তফসিল ঘোষণার সাথে সাথেই কার্যকর হবে নির্বাচনী কার্যবিধি। আর কোনো নতুন প্রস্তাব বা উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিতে পারবে না সরকার। এর আগে, ২০১৯ সালে সাত ধাপে অনুষ্ঠিত হয়েছিল ভারতের লোকসভা নির্বাচন।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply