ফিলিস্তিনের বিপক্ষে ভালো খেলার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচ

|

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ সামনে রেখে কুয়েতে প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর আগে কুয়েতের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে সৌদিতে লম্বা সময়ের ক্যাম্প করেছিল ক্যাব্রেরার শিষ্যরা। কুয়েত পৌছে প্রথম দিন বিশ্রামের পর জিমে রিকভারি সেশনও করেছেন জামাল ভূঁইয়ারা।

সদ্য সমাপ্ত এশিয়ান কাপে নক আউট পর্বে খেলেছে ফিলিস্তিন। তবে র‍্যাঙ্কিং বিবেচনায় নিতে চান না বাংলাদেশ দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা। তিনি আত্মবিশ্বাসী, কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে ভালো করবে তার শিষ্যরা।

হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ২৮ জনই আমাদের প্রস্তত। ২৩ জন চুড়ান্ত করতে আমাদের হাতে আরো ২ দিন সময় রয়েছে। যে কৌশল নিয়ে কাজ করেছি, তা আরেক ধাপ এগিয়েছে। সুদানের বিপক্ষে ম্যাচগুলোতে আমরা ইতিবাচক দিক দেখেছি, এখন সেটা আমাদেরকে মূল ম্যাচে করে দেখাতে হবে।

প্রবাসীদের আতিথেয়তায় মুগ্ধ দলের অন্যতম সেরা ডিফেন্ডার তপু বর্মন। ভালো ফুটবল উপহার দেয়ার কথাই বললেন এই সিনিয়র ফুটবলার। ফিলিস্তিন দল শক্তিতে বেশ এগিয়ে থাকায় রক্ষণে দিতে হবে কঠিন পরীক্ষা। তাই তো রক্ষণ ভাগ নিয়েই কাজ করছেন জাতীয় দলের ফুটবলাররা।

২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে কুয়েতে অ্যাওয়ে ম্যাচ। সেই ফিলিস্তিনের বিপক্ষেই হোম ম্যাচটি হবে ২৬ মার্চ ঢাকায়।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply