কুমিল্লার লাঙ্গলকোটের তেজের বাজার এলাকায় বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত ৯টি বগির চারটি উদ্ধার করা হয়েছে। ঘটনার ৩ দিনে এই চার বগি উদ্ধার করেছে রেলওয়ে বিভাগ।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার। আরও ৫টি বগি উদ্ধার কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, রোববার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটের তেজের বাজার এলাকার ২০৮ নম্বর সেতু ক্রসের সময় ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনের ১৮টি বগির মধ্যে ইঞ্জিনের সাথের ৯টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত থাকলেও কারও আঘাতই গুরুতর নয় বলে জানা গেছে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়।
/এএম
Leave a reply