রমজান মাসে যানজট কমাতে অফিস ছুটির পরপরই বাড়ি ফেরার তাগাদা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে পর্যবেক্ষণ ও নির্দেশনা বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে করা এক প্রেস ব্রিফিংয়ে এই তাগিদ দেন ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান।
তিনি বলেন, অফিস ছুটির পর যানবাহনগুলোর তড়িঘড়ি করে যাতায়াতের কারণে ইফতারের আগে যানজট হয়। এ সময়, যানবাহনগুলোকে যত্রতত্র যাত্রী উঠা-নামা বন্ধ ও বিভিন্ন মোড়ে অযাচিত জটলা না করার নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি সাড়ে তিনটায় অফিস ছুটির পরপরই সকলকে বাসায় যেতে আহ্বানও জানান তিনি।
পুলিশ কমিশনার জানান, যানজট নিরসনে রাজধানীর ফুটপাত ও সড়কে কোন ব্যবসায়ী যাতে দোকান বসাতে না পারে তা কঠোর ভাবে তদারকি করছে পুলিশ। বৃষ্টিতে সড়কে খানাখন্দ হওয়ায় যান চলাচলের অসুবিধা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এগুলো সংস্কারে সংশ্লিষ্ট অধিদফতরের সাথে যোগাযোগ করা হয়েছে।
/এমএইচ
Leave a reply