আইপিএলে খেলতে ইতোমধ্যে চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে যোগ দিয়েছেন মোস্তাফিজুর রহমান। এরই মধ্যে নিজের প্রথম দিনের অনুশীলনও সেরেছেন এই কাটার মাস্টার। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে বল করতে গিয়ে পেশিতে টান খেয়েছিলেন মোস্তাফিজ। অবশ্য তার গুরুতর কোনো চোট নেই। ফলে আইপিএলে প্রথম ম্যাচ থেকেই চেন্নাইয়ের একাদশে দেখা গেছে পারে মোস্তাফিজকে।
চেন্নাইয়ে যাওয়ার পরই মোস্তাফিজকে উষ্ণভাবে বরণ করে নিয়েছে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ফিজের একটি ছবি ছেড়েছে চেন্নাই। যাতে মুস্তাফিজের হাতে আছে চেন্নাইয়ের জার্সি পরা একটি ছবি। এছাড়াও, সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তাফিজের অনুশীলনের ছবি পোস্ট করে ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে, ভারতীয় অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, চেন্নাইয়ের উইকেটে দারুণ কার্যকর হতে পারে মোস্তাফিজের কাটার। এ কারণে তাকে শুরু থেকেই খেলানোর পরামর্শ দিয়েছেন। নিজের ইউটিউব পডকাস্টে অশ্বিন বলেন, শার্দুল ঠাকুর, পাথিরানার অভাব পূরণ করতে পারবে। কিন্তু চেন্নাইয়ের উইকেটে মোস্তাফিজুর রহমানের কাটার খুবই কার্যকরী হবে।
অন্যান্য দলের মতোই চেন্নাইয়ের স্কোয়াডে বিদেশি ক্রিকেটার আট জন। এদের মধ্যে দু’জন হলেন মুস্তাফিজ এবং শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা। বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন পাথিরানা। ফলে আইপিএলের শুরুতে তাকে পাচ্ছে না চেন্নাই।
উল্লেখ্য, গত ডিসেম্বরে অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে ভেড়ায় চেন্নাই।
/আরআইএম
Leave a reply