চারদিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ভুটানের রাজা

|

রাষ্ট্রীয় সফরে আগামীকাল (২৫ মার্চ) দেশে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর কোনো রাষ্ট্র প্রধানের এটিই প্রথম সফর। ভুটানের রাজা আগামী ২৮ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।

জানা গেছে, এই সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে রাজা ওয়াংচুকের।

এই সফরে তিনি জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া পদ্মা সেতুও পরিদর্শন করার কথা রয়েছে ভুটানের রাজার।

রোববার (২৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, রাজার এই সফরে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে, ভুটানের থিম্পুতে একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা করা, বাংলাদেশের কুড়িগ্রামে ভুটানের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং ভোক্তা সুরক্ষায় প্রযুিক্তগত সহযোগিতা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply