মানবসম্পদ উন্নয়নে কাজ করছে সরকার: পরিকল্পনামন্ত্রী

|

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় মানবসম্পদ উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুস সালাম। রোববার (২৩ মার্চ) সকালে আওয়ামী লীগের অর্থনৈতিক ইশতেহার বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, মানবসম্পদ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। বিনিয়োগ বাড়াতেও বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া কাজের সুযোগও তৈরি করা হচ্ছে। পোশাক শিল্পসহ অন্যান্য শিল্প খাতে স্মার্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বাজার ব্যবস্থাপনাকে আলাদা গুরুত্ব দেয়া হচ্ছে। কৃষি উৎপাদনশীলতা বাড়াতে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এছাড়া সার্বজনীন পেনশন সুবিধা প্রচলন ও পরিধি বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply