রকারি জরিপেই এসেছে দেশের ৪০ ভাগ তরুণ অলস সময় পার করছে, এটা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। দেশের শিক্ষাব্যবস্থা শুধু সার্টিফিকেট নির্ভর হয়েছে। এই শিক্ষাব্যবস্থার বদল করতে হবে, এ কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
বুধবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীতে জাতীয় ছাত্র সমাজের ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, দেশের তরুণ সমাজ আজ হতাশাগ্রস্থ, তারা বিদেশমুখী হয়েছে। এই অবস্থার পরিবর্তনে জাতীয় ছাত্র সমাজকে নেতৃত্ব দিতে হবে।
জাপা চেয়ারম্যান আরও বলেন, দেশের মানুষ সরকারি হাসপাতালে সেবা পায় না, প্রাইভেট চিকিৎসা ব্যয়বহুল। দেশের মানুষ স্বাস্থ্য সেবার ওপর আস্থা হারিয়ে বছরে ৫ বিলিয়ন ডলার দেশের বাইরে চিকিৎসার জন্য ব্যয় করে। সকল জায়গায় দুর্নীতির ফলে দেশ আজ হতাশাগ্রস্থ।
/এমএন
Leave a reply