ডুয়ানে অলিভারের বাউন্সারের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ার পর মুশফিকুর রহিমকে হাসপাতালে পাঠানো হয়েছে। যখমটা কতটুকু গুরুতর তা চেক করতেই হাসপাতালে নেয়া হয়েছে তাকে। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মুশফিকের সাথে হাসপাতালে গিয়েছেন। তিনি জানান, ডাক্তাররা বলেছেন, গুরুতর কিছু হয়নি।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ১৪তম ওভারে ১১ রানে ব্যাট করছিলেন মুশফিক। ব্যক্তিগত সপ্তম ওভারের দ্বিতীয় বলে বাউন্সার দেন প্রোটিয়া পেসার অলিভার। বাউন্সারটি ছেড়ে দিতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু শরীর সরিয়ে নিতে পারেননি তিনি। ফলে বল সরাসরি আঘাত হানে মুশফিকের হেলমেটে।
সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন মুশফিক। ব্যথায় মাথা থেকে হেলমেট খুলে ফেলেন তিনি। এসময় বাংলাদেশের ফিজিও থিহান চন্দ্রমোহনের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ডাক্তারও মাঠে প্রবেশ করেন। মাঠেই কিছুক্ষণ সেবা শুশ্রুষার পর ওঠে দাঁড়ান মুশফিক। পানি পানের পর হেলমেট বদলে আবারও মাঠে নামেন তিনি। তবে লাঞ্চবিরতির সময় তাকে হাসপাতালে নেয়া হয়।
Leave a reply