সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব সদর দফতর থেকে ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, বান্দরবানের রুমা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। তাকে বান্দরবান শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানানো হয়।
র্যাব আরও জানায়, এ ঘটনার পর থেকেই অপহরণকারীদের সাথে র্যাবের আলোচনা চলছিল। ব্যাংক ম্যানেজারের জীবনের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে অভিযান না চালিয়ে মধ্যস্থতার মাধ্যমে তাকে উদ্ধার করা হয়েছে।
এর আগে, আজ বিকেলে র্যাব জানায়, অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজারের মুক্তির জন্য তার পরিবারের কাছে মুক্তিপণ চেয়েছে পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। বিভিন্ন মাধ্যমে তারা ১৫ থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টার দিকে সশস্ত্র দুর্বৃত্তরা রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংকের শাখায় হামলা চালায়। এ সময় ওই শাখার ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে অপহরণ করে তারা।
/আরএইচ/এমএন
Leave a reply